চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম!

প্রকাশ: ৩ এপ্রিল, ২০২২ ৪:১২ : অপরাহ্ণ


রমজানের প্রথম দিনেই আরেক দফা এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে নার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত মাসের ৩ তারিখে এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা করা হয়েছে।

একইভাবে গত ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বৃদ্ধি করে ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা।
গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

Print Friendly and PDF