চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে সালমান-এরদোয়ানের শুভেচ্ছা

প্রকাশ: ২ এপ্রিল, ২০২২ ৪:০৭ : অপরাহ্ণ


পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার (১ এপ্রিল) রাতে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা বার্তায় সৌদি বাদশাহ মহান আল্লাহর কাছে সবার ভালো কাজ ও ইবাদত কবুল করার প্রার্থনা করেন। এছাড়াও মুসলিম বিশ্বের অগ্রগতি ও উন্নতি কামনা করেন তিনি।

মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দও সৌদি বাদশাহকে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

আরব ও উপসাগরী দেশের রাষ্ট্রপ্রধানরা সৌদি বাদশাহর সঙ্গে বিশেষ ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেন।
রমজান উপলক্ষে সারাবিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে এরদোয়ান বলেন, পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। এ মাসের প্রথম অংশ রহমত, মধ্যভাগ মাগফিরাত ও শেষ ভাগ নাজাত। পবিত্র এ মাসের প্রথম রোজা পালনে আমরা প্রথম তারাবি ও সাহরি পালন করব। মহান আল্লাহ রমজান মাসের এ বরকত পুরো মানবজাতির মধ্যে ছড়িয়ে দিন।

Print Friendly and PDF