চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে যে ১০ গ্রামে রোজা শুরু

প্রকাশ: ২ এপ্রিল, ২০২২ ৩:১০ : অপরাহ্ণ


প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীর ১০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এরই মধ্যে তারা তারাবির নামাজও পড়েছেন।

শনিবার (২ এপ্রিল) ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন।

দীর্ঘদিন ধরে তারা এ প্রথা মেনে আসছে।

যে গ্রামগুলো এ প্রথা মেনে আসছে সেগুলো হলো- উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, শেখর, ছয় হাজার, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, বড়গা, কলিমাঝি, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইল।
জানা গেছে, উপজেলার ১০টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অগ্রীম এই রমজান এবং অগ্রীম দুটি ঈদও পালন করেন।

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা অগ্রীম নিয়ম পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের কিছু মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে থাকেন।

Print Friendly and PDF