চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধীদের মূলধারায় নিয়ে আসা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২ এপ্রিল, ২০২২ ২:২৪ : অপরাহ্ণ


প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে সমাজের মূলধারায় নিয়ে আসা সম্ভব। বিশ্ব অটিজম দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করা উচিত।

শনিবার (২ এপ্রিল) ১৫তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বেশ কিছু প্রতিষ্ঠান, ব্যক্তি ও প্রতিবন্ধী সন্তানের বাবা-মাকে সম্মাননা দেয়া হয়। এসময় স্মার্ট অটিজম বার্তার জন্য ‘বলতে চাই’ নামে একটি অ্যাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ঘরের ভেতরে আটকে না রেখে প্রতিবন্ধী ব্যক্তিকে বাইরের মানুষজনের সঙ্গে মিশতে দিতে হবে। সরকার প্রধান জানান, সুবর্ণ নাগরিক কার্ডের মাধ্যমে প্রতি মাসে ভাতা পাচ্ছেন কোটির বেশি প্রতিবন্ধী ব্যক্তি। এ ভাতা আরও বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য প্রতি জেলায় আবাসনের ব্যবস্থা করছে সরকার। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।

Print Friendly and PDF