চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নর্থ সাউথের ছাত্রী নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে চালক ও হেলপার আটক

প্রকাশ: ২ এপ্রিল, ২০২২ ১১:৩৩ : পূর্বাহ্ণ

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ছাড়া তাদের কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

শুক্রবার (১ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের ডিসি আসাদুজ্জামান বলেন, কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।
আটক চালকের নাম সাইদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আর চালকের সহকারীর নাম মশিউর।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯–এ ফোন পেয়ে রাজধানীর খিলক্ষেত উড়ালসড়ক থেকে মাইশা মমতাজ নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

Print Friendly and PDF