চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলু নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

প্রকাশ: ৩১ মার্চ, ২০২২ ১১:০৫ : পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার ও আলুর বস্তা পরিবহন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে জুয়েল ফকির (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ফুসকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে তিনি আলু পরিবহনের কাজে জড়িত ছিলেন তিনি।

এদিকে, এ ঘটনায় নান্নু হাজি (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভোর সোয়া ৪টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুন গ্রুপের জুয়েল ফকির নিহত হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Print Friendly and PDF