প্রকাশ: ৩১ মার্চ, ২০২২ ১২:১৮ : অপরাহ্ণ
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে পঞ্চম প্রজন্মের (5G) নেটওয়ার্ক বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে সাধারণত দেশের সব মোবাইল ফোন অপারেটর অংশ নিয়ে থাকেন।
নিলাম পরিচালনা করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নিলাম অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের।
অপরদিকে নিলামে দেশের মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহী ও মাদার কোম্পানির প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ শীর্ষক নিলামে মেগাহার্টজ তরঙ্গের প্রাথমিক মূল্য ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন ডলার ভিত্তি ধরার সিদ্ধান্ত হয়েছে। এবারের নিলামের জন্য ২.৩, ২.৬ এবং ৩.৫ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হবে। নিলাম অনুষ্ঠিত হবে ১৮টি ব্লকে। প্রতি ব্লকে থাকবে ১০ মেগাহার্টজ করে তরঙ্গ।
নিলাম থেকে তরঙ্গ কিনে অপারেটররা ফাইভ-জি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানা গেছে
গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলক ভাবে এই নেটওয়ার্ক চালু করেছিল।