প্রকাশ: ৩১ মার্চ, ২০২২ ৪:২৭ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের জন্য নির্মিত নতুন ১২ তলা ভবন বিজয়-৭১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানকে পদদলিত করেই ’৭৫ পরবর্তী সময়ে সেনা শাসকেরা ক্ষমতা দখল করেছিল। দেশের ইতিহাসে জোর করে ক্ষমতা দখলকারীদের শাসনামলকে ‘অবৈধ’ বলে ঘোষণা দেয়ায় বিচার বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বিচার ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ নেয়ায় দেশের মানুষ আরও বেশি সেবা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিচার বিভাগ সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জন্য পৃথক রের্কড রুম নির্মাণ এবং দেশে আইন বিশ্ববিদ্যালয় চালুর প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।