চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানের ঝুলন্ত সেতুগুলো ঝুঁকিপূর্ণ

প্রকাশ: ২০ মার্চ, ২০২২ ১১:৩৫ : পূর্বাহ্ণ

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন সড়কের ওপর নির্মিত বেইলি সেতু। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, শিগগিরই সেতু সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

পাহাড়ী অঞ্চল বান্দরবানের আকাঁবাঁকা পথে ছোট ছোট ঝিরি ও ছড়া থাকায় কিছুদুর পর পরই রয়েছে বেইলি সেতু। কাঠ ও লোহার তৈরী সেতুগুলো দীর্ঘ দিন ধরে মেরামত না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়রা বলছে, এসব সেতুর কোথাও ধসে গেছে, আবার কোথাও বা খুলে গেছে লোহার পাটাতন। জোড়াতালি দিয়ে এসব সেতুর ওপর ঝুঁকি দিয়ে চলছে যানবাহন। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের।

সেতুগুলো সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী। 

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানালেন, স্থায়ী সমাধানে বড় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হবে। বান্দরবানে গুরুত্বপূর্ণ আটটি সড়কে ১৫৯টি বেইলি সেতু রয়েছে। এর মধ্যে ৭২টি ঝুঁকিপূর্ণ। 

Print Friendly and PDF