প্রকাশ: ১৭ মার্চ, ২০২২ ৫:১৭ : অপরাহ্ণ
২৭ মার্চ থেকে আবারও চালু হচ্ছে নভোএয়ারের কলকাতা ফ্লাইট
সিজে নিউজ ডেস্কঃ ২৭ মার্চ থেকে ফের চালু হচ্ছে নভোএয়ারের কলকাতা ফ্লাইট
আগামী ২৭ মার্চ থেকে ফের ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
বুধবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান সংস্থাটি।
এতে বলা হয়, আগামী ২৭ মার্চ থেকে নিয়মিত ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। এ রুটে প্রতিদিন ঢাকা থেকে বিকেল ৫টা ২০মিনিটে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে ও কলকাতা থেকে সন্ধ্যায় ৬টা ৪০মিনিটে (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ২৭ মার্চ থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২০২০ সালের ২৫ মার্চ থেকে কলকাতায় বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়। তবে পরিস্থিতি বিবেচনায় বাণিজ্যিক ফ্লাইটের পরিবর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ফ্লাইট চালু ছিল।