চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রকাশ: ১৭ মার্চ, ২০২২ ৪:৪৪ : অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম চিশতি বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আলহাজ্ব শাহ্জাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের মণ্ডলীর সদস্য, জাফর সালেহ সিকদার, কামাল উদ্দীন চৌধুরী, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, হালিম আবদুল্লাহ, সদস্য মুজিবুল ইসলাম সরফি, শেখ মুজিবুর রহমান চৌধুরী, শৈবাল চক্রবর্তী, জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন বদিউল আলম মাষ্টার, সাজ্জাদুল ইসলাম খোকন, মোঃ কামাল উদ্দীন, ভাষ্কর শাহ্, আনোয়ার হোসেন তালুকদার, মো. আলমগীর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব রানা, স্বেচ্চাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রজন্ম লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট রেহেলা চৌধুরী, সুমাইয়াতু নূর বৃষ্টি, তাঁতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মো, আলী শাহ

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শিশুমেলা মডেল স্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো, নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো, আনোয়ার হোসেন শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়শা আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী, উপজেলা প্রকৌশলী মো, দিদারুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, পৌরসভা আ.লীগের সভাপতি মাস্টার আসলাম খান প্রমুখ।

এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক মো, আলী শাহ’র নেতৃত্বে র‍্যালি ও পুষ্পমালা শ্রদ্ধা নিবেদন করেন।

Print Friendly and PDF