চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিনে দেশের সব মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

প্রকাশ: ১৭ মার্চ, ২০২২ ৫:১৯ : অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মদিনে সব মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (১৬ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ জোহর এবং শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কুরআনখানি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সব সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করতে আহ্বান জানানো হচ্ছে। এটি বাস্তবায়নে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

Print Friendly and PDF