চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম-আগরতলা এসি বাস চালু করলো ‌‘স্বাধীন ট্রাভেলস’

প্রকাশ: ১৭ মার্চ, ২০২২ ৪:৩৫ : অপরাহ্ণ

চট্টগ্রাম-আগরতলা এসি বাস চালু করেছে স্বাধীন ট্রাভেলস। এর ফলে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে ভারতগামী যাত্রীদের।

জানা যায়, ভারতে চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে প্রতিদিন হাজার মানুষ আগরতলা হয়ে যাতায়ত করে। কিন্তু এতদিন চট্টগ্রাম থেকে আগরতলা পর্যন্ত কোন বাস সার্ভিস ছিলো না। ফলে যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। ভারতগামী যাত্রীদের কথা চিন্তা করে দেশের অন্যতম বাস কোম্পানি স্বাধীন ট্রাভেলস চালু করলো চট্টগ্রাম থেকে আগরতলা পর্যন্ত এসি বাস সার্ভিস।

প্রতিদিন রাত ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে বাসটি। অন্যদিকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় আখাউড়া বর্ডার থেকে চট্টগ্রাম আসবে স্বাধীন ট্রাভেলস।

এ বিষয়ে স্বাধীন ট্রাভেলসের পরিচালক এমএস আলী রিচার্ড বলেন, চট্টগ্রাম থেকে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আগরতলা হয়ে ভারতে যায়। আগরতলা থেকে চেন্নাই, হাইদ্রাবাদসহ বিভিন্ন রাজ্যে যেতে বিমান ভাড়া কম। তাই বাংলাদেশিরা ভারতে যেতে আগরতলা বর্ডারকে ব্যবহার করে। কিন্তু চট্টগ্রাম থেকে এতদিন আগরতলা পর্যন্ত কোন বাস সার্ভিস চালু ছিল না। স্বাধীন ট্রাভেলসের এই আয়োজনের মাধ্যমে ভারতগামী যাত্রীরা সহজেই চট্টগ্রাম থেকে আগরতলা পৌঁছাতে পারবে।

Print Friendly and PDF