চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল বিশ্বকাপে যাকে সাপোর্ট করছেন

প্রকাশ: ২০ নভেম্বর, ২০২২ ২:৩৫ : অপরাহ্ণ

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল বিশ্বকাপে যাকে সাপোর্ট করছেন

বাংলাদেশের জনপ্রিয় দু’দলের শীর্ষ নেতা। একজন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরেকজন বিএনপির মহাসচিব। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। তাতে ‘খেলা হবে’ শব্দটি বেশ উত্তাপ ছড়াচ্ছে। অবশ্য শুরুটা করেছিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার কথার রেশ ধরেই ‘খেলা হবে’ শব্দটি এখন ব্যবহার করছেন মির্জা ফখরুল। ইতোমধ্যে তাদের এই ‘খেলা হবে’ শব্দ চালাচালির মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।

আগামী একমাস ফুটবলে বুঁদ হয়ে থাকবে পুরোবিশ্ব। বিশ্বকাপ ফুটবলের আসর কাতারে বসলেও বরাবরের মতোই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে মাতামাতি বিশ্বজুড়ে আর বাংলাদেশও তার বাইরে নয়। তাই রাজনীতির উত্তাপের মধ্যে রাজনীতিকরা সময় বের নিচ্ছেন ফুটবলে মেতে উঠতে।

এই ফাঁকেই খবর নিয়ে দেখা গেল, দুই প্রধান রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব মুখে একে অন্যকে বাক্যে বিদ্ধ করলেও ফুটবলে একই দলের পক্ষে হাততালি দেবেন।

এদিকে সম্প্রতি দেশের একটি গণমাধ্যম জানার চেষ্টা করেছিল দেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষনেতা বিশ্বকাপে কোন দলের সাপোর্ট। তারা এই দুই নেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছে রাজনীতির মাঠে একে অপরকে বিভিন্ন সময় মুখের ভাষায় কুপোকাত করলেও খেলার মাঠে উভয়েই এক দলের ছায়াতলে।

উভয় রাজনীতিবিদের পছন্দের দল ল্যাটিন আমেরিকার ব্রাজিল। তবে ফখরুল শুধু ব্রাজিল সাপোর্টার হলেও ওবায়দুল কাদেরের পছন্দের তালিকায় রয়েছে আর্জেন্টিনাও।

আরও পড়ুন: হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে কাতারে পা রাখল নেইমার-ভিনিসিয়াসরা

বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তিনিসহ তার দুই মেয়েও নীল-হলুদ শিবিরের সমর্থক।

ফখরুল বলেন, আমার ফেভারিট খেলা ফুটবল ও ক্রিকেট। ফুটবলে আমি সব সময় ব্রাজিলের সাপোর্টার। আমরা দুই মেয়েও ব্রাজিলকে সমর্থন করেছে। আপনি দেখবেন ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে ফুটবলের সম্পর্ক অবিচ্ছিন্ন। তারা চোখের পলকে পাল্টে দিতে পারে খেলার গতিপথ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আমি ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থক। তবে ফ্রান্সের খেলাও আমার পছন্দ।

তবে আর্জেন্টিনা-ব্রাজিলের মুখোমুখি খেলায় কাকে সাপোর্ট করেন তা জানা যায়নি।

Print Friendly and PDF