চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৪ ৪:১৭ : অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভ‚ইয়া এর সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ ০৪ নভেম্বর (সোমবার) ২০২৪ খ্রি: বিকাল ৩.৩০ ঘটিকায় একাডেমিক কাউন্সিল কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

 

 

এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, ”শিক্ষার্থীদের অনেক দাবির বিষয়ে আমি অবগত আছি। বেশ কিছু দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণ করার প্রচেষ্টা থাকবে। তবে মনে রাখতে হবে, অনেক দাবি সময় সাপেক্ষ, বাজেট সাপেক্ষ এবং নীতিমালা নির্ভর। আমরা বৈষম্যমুক্ত ও যৌক্তিক পদক্ষেপের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে সকলের সহযোগিতায় আমি এগিয়ে নিতে আগ্রহী। আমার বিশ্বাস, সকলে মিলেমিশে কাজ করলে তা মোটেই অসম্ভব নয়। আমি দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযেগিতা কামনা করছি। আশাকরি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যসমূহ অর্জন করতে পারবো।”

 

Print Friendly and PDF