প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৩ ১০:২০ : পূর্বাহ্ণ
মাহবুবুজ্জামান সেতু: মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ ,সতীহাট শাখার উদ্যোগে বিশেষ চক্ষু (ছানি অপারেশন) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় এ ক্যাম্পে ১৭৫ জন চক্ষু রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এদের মধে ৩৩ জন চক্ষু রোগীকে অত্র ফাউন্ডেশনের পক্ষ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের যাবতীয় ব্যাবস্থা করা হয়।
একদিন ব্যাপী আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হসপিটাল,নওগাঁ এর চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শাহারিয়ার সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক কামাল হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মামুনুর রশিদ, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমিন আরা এবং ডাঃ জাকিয়া সুলতানা প্রমূখ।
উল্লেখ্য, গ্রামীণ জনপদে বিনামূল্যে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা।