চট্টগ্রাম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সারা দেশে বন্ধ ট্রেন চলাচল

প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২৫ ১০:১৭ : পূর্বাহ্ণ

 

মূল বেতনের সাথে রানিং এলাউন্সসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান। তিনি বলেন, দাবি মেনে নেয়া না পর্যন্ত কর্মবিরতি চলবে।

 

এদিকে স্টেশনে এসে ট্রেন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে সোমবার সন্ধ্যায় রেলের মহাপরিচালকের সাথে বৈঠক ফলপ্রসু হয়নি আন্দোলনকারীদের।

 

Print Friendly and PDF