চট্টগ্রাম, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ মহান বিজয় দিবস

প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪ ২:২০ : অপরাহ্ণ

 

আজ মহান বিজয় দিবস। বিজয়ের তিপ্পান্ন বছর। এই জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের নাম জানান দেয়ার দিন ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর।

 

এবার এক ভিন্ন প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের অধ্যায় শেষে মুক্ত বাতাসে জাতি বিজয় দিবস উদযাপন করবে।

 

সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পন করবেন।

 

এজন্যে স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে। বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে বাংলাদেশ সফররত তিমুর লেস্তের রাষ্ট্রপতির অংশ নেয়ার কথা রয়েছে। এদিকে, বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি-বেসরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোক সজ্জা করা হয়েছে।

 

Print Friendly and PDF