প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ : পূর্বাহ্ণ
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির দেশের উত্তর জনপদ। তীব্র শীতে বেশি বিপাকে পড়েছের্ নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। সেখানে ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস।
পঞ্চগড়ে আজ সোমবার সকাল ছয়টায় ১০ দশমিক ০৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস। প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলছেন, ১০ এর নিচে না নামা পর্যন্ত আমরা শীত মনে করি না।
এদিকে উত্তরের হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতে কাঁপছে উত্তরের জেলা জয়পুরহাট। কুয়াশার কারণে দিনের অধিকাংশ সময় রাস্তায় যানবাহন চলছে লাইট জ্বালিয়ে। বৃষ্টির মতো কুয়াশা আর শীত এই কারণে মাঠেঘাটে যেতে পারছে না শ্রমজীবী মানুষ।
অপরদিকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন জানান, সোমবার সকাল ৯টায় জয়পুরহাট ও বদলগাছী তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, ঠাকুরগাঁওয়ে ক্রমশই বাড়ছে শীতের তীব্রতা। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। এতে চরম দুর্ভোগে পড়ছেন দরিদ্র-শ্রমজীবী মানুষ। কুয়াশার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তবে জেলা প্রশাসন বলছে শীত মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন তারা।
লালমনিরহাটে শীতে জনজীবন বিপর্যস্ত। আজ (সোমবার) ভোর থেকেই ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাস্তা ঘাট, ফসলের মাঠ। সকালের দিকে লোকজন কাজে বের হতে পারছেন না। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতে নিম্ন আয়ের মানুষজন দুর্ভোগে পড়েছেন। আজ সকালে জেলায় আবহাওয়ার তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস বলে জানায় আবহাওয়া অফিস।