চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়েটে গণিত বিভাগের ৩য় আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪ ১:৫৮ : অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গণিত বিভাগের উদ্যোগে ৩য় বারের মতো “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাথমেটিকাল অ্যানালাইসিস এন্ড অ্যাপ্লিকেশন ইন মডেলিং (আইসিএমএএএম-২০২৪)” শীর্ষক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ৬ই ডিসেম্বর (শুক্রবার) ২০২৪ খ্রিঃ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে আয়োজিত উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, চেক রিপাবলিকের বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. ফ্রেন্টিচেক স্টিফানেক,  বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. জীবন কাফলে। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন আইসিএমএএএম-২০২৪ এর টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. সুনীল ধর এবং স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল সেক্রেটারী প্রফেসর ড. মোহাম্মদ আলী ।
এতে সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সেলিম হোসেন ও জনাব নুরুন নাহার। সবশেষে ভোট অব থ্যাংস দেন কনফারেন্স সেক্রেটারি প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। কনফারেন্সে বেস্ট পেপার ও বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইজা রুকা এবং অনামিকা ইবনাত আনিকা।
উল্লেখ্য, তিনদিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানী, ভারত, চেক রিপাবলিক, ব্রাজিল ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়েন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নিয়েছেন। এতে ৮ টি কি-নোট, প্ল্যানারী প্রবন্ধ উপস্থাপন হয়েছে। কনফারেন্সে বাইরের বিভিন্ন দেশ থেকে ২৫০টি রিসার্চ পেপার জমা পড়ে এবং এর মধ্যে এক্সেপ্টেড পেপার ১২৫টি।
ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনে এবং বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেথিক্যাল বায়োলজি এর সহযোগিতায় উক্ত কনফারেন্সের থিম ছিলো ”Applications of Mathematics for a sustainable world.” কনফারেন্সে স্পন্সর হিসেবে ছিলো – চুয়েট ম্যাথমেটিক্স এলামনাই এসোসিয়েশন, চুয়েট ম্যাথ ক্লাব, চবি ম্যাথমেটিক্স এলামনাই এসোসিয়েশন, কনফিডেন্স সিমেন্ট, ওয়ালটন, সোনালী ব্যাংক, নিপ্পন পেইন্ট, ফ্যাক্টরী নেক্সট, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্টার্স রিফাইনারী লিমিটেড, বায়েজিদ রিয়েল এস্টেট (প্রাইভেট) লিমিটেড, বারকোড ক্যাফে, বায়েজিদ মডেল স্কুল ও রিদিতা এ্যাপারেলস।

Print Friendly and PDF