চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা

প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪ ১২:১২ : অপরাহ্ণ

 

চট্টগ্রামের লোহাগড়া থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরের সাথে থাকা একটি প্রাইভেট কার। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফিরছিলেন তারা।

 

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

 

এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সড়কের একটি মোড় থেকে বাঁক নেয়ার সময় একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা যাচাইবাছাই করা হচ্ছে।

 

Print Friendly and PDF