চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে ঈদগাঁওতে  সিমস্ প্রকল্পের ” জিএমসি”গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪ ১১:১২ : পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে      নিরাপদ অভিবাসনে আইনি সহায়তা নিশ্চিত করণে”ইসলামপুর গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি ( জিএমসি) গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় ইসলামপুর  পরিষদ সংলগ্ন  আইটি সেন্টার মিলনায়তনে এনজিও সংস্থা প্রত্যাশির বাস্তবায়নাধীন সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতা এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিমস্ প্রকল্পের( ২য় পর্যায়) ঈদগাঁও উপজেলা সমন্বয়ক মো: আলী আসগরের পরিচালনায় ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন।
এতে আরো  বক্তব্য রাখেন  সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক আইন কর্মকর্তা সুলতান মাহমুদ। উপস্থিত ছিলেন মেম্বার  নাছির উদ্দিন কাউছার,মেম্বার  রফিকুল ইসলাম, মেম্বার লুতফুন্নেছা, মেম্বার জন্নাতুল ফেরদৌস,সাবেক মহিলা মেম্বার নুর আয়েশা,ইসলামপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আবছার কামাল,সিমস্ প্রকল্প বাস্তবায়নকারী এনজিও সংস্থা প্রত্যাশির ইসলামপুর সমন্বয়ক নাজিয়া জাহান মালেকা, প্রত্যাশি এনজিও সংশ্লিষ্ট ইসলামাবাদ সমাজকর্মী সজল দাশসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুর চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন বলেন, অত্র ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছে। এসব প্রবাসী  পরিবার অসচেতন হওয়ায় প্রবাসে গিয়ে তারা নানা হয়রানি ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। সংস্থাটি প্রবাসী পরিবার গুলোকে হয়রানি থেকে প্রতিকার, প্রবাস ফেরত প্রবাসীকে পুনর্বাসন, প্রবাসী পরিবারে প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধী ভাতা,মেধাবী শিক্ষার্থী থাকলে শিক্ষা বৃত্তি, প্রবাসে প্রবাসী অসুস্থ হলে চিকিৎসা ভাতা,প্রবাসীর প্রবাসে মৃত্যু হলে ইন্সু্রেন্স সুবিধা,প্রবাসে গিয়ে নির্দিষ্ট সময়ের  মধ্যে দেশে ফেরত আসলে আর্থিক সুবিধা এবং বৈধ-অবৈধ যে কোন প্রকার প্রবাসীর প্রবাসে মৃত্যু হয়ে দেশের বিমান বন্দরে লাশ পৌঁছা মাত্রই সরকার কতৃক আর্থিক সুবিধা প্রদান সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে এলাকার অসচেতন প্রবাসী পরিবার গুলোকে সচেতন করাসহ অত্র এনজিও   প্রবাসী পরিবার গুলোকে সহযোগিতা ও সচেতন করতে এগিয়ে আসায় সংস্থাটিকে তিনি  ধন্যবাদ জানান এবং চেয়ারম্যান তাদের সবধরনের সহযোগিতা করতে ৭ সদস্য বিশিষ্ট একটি “জিএমসি” কমিটি গঠনের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Print Friendly and PDF