চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে মাঠে শীতকালীন সবজির সমাহার

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৪ ১০:১০ : পূর্বাহ্ণ

 

দিনাজপুরে মাঠে মাঠে এখন শীতকালীন আগাম সবজির সমাহার। হিলি ও বিরামপুরের কৃষকরা এর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। উৎপাদন ব্যায় বাড়লেও ফলন ও বাজারে দাম ভালো থাকায় লাভের আশা করছেন কৃষকরা।

উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর ও হিলিতে মাঠে মাঠে এখন শীতকালীন সবজি চাষের ব্যস্ততা।জমি প্রস্তুত চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বাঁধাকপি,ফুলকপি, মূলা,শিম,বেগুনসহ শীতকালীন বেশ কিছু আগাম জাতের সবজির আবাদ করা হয়েছে। শিগগিরি বাজারে তুলবেন বলে জানালেন কৃষকরা।

 

 

তবে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানলেন কৃষকরা।

প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। বাজারে শীতের সবজির দামও এখন ভালো বলে জানালেন তারা।

 

 

আগাম জাতের সবজি চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপজেলার কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।

হিলি ও বিরামপুরে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা।

 

Print Friendly and PDF