চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম‌বিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়াত

প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৪ ১১:১২ : পূর্বাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি,ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল‌নে পু‌লি‌শের নির্মম নির্যাত‌নের হাত থে‌কে বেঁচে ফির‌বেন ব‌লে আশা ক‌রেন‌নি ওমর শরীফ ইমরান সা‌নিয়াত। বৈষম‌বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকা‌লে ডি‌বি পু‌লি‌শের নির্মম নির্যাত‌নের শিকার হন তি‌নি। পু‌লিশ যখন গ্রেপ্তার ক‌রে নি‌য়ে যায় তখন তা‌কে ভয় না পে‌তে পিঠ চাপ‌ড়ে সাহস দেন তাঁর মা  শামীম বরকত লাকী। সে ভি‌ডিও তখন সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে মুহূ‌র্তে ভাইরাল হয়ে যায়।

 

বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজা‌রের হো‌টেল লা ভি‌ঞ্চি‌তে বি‌ভিন্ন গণমাধ্যমের সি‌নিয়র সাংবা‌কিদের স‌ঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রা‌খেন,পু‌লিশ কর্তৃক নির্যা‌তিত ওমর শরীফ ইমরান সা‌নিয়াত ও আন্দোল‌নে অনু‌প্রেরণাকারী সাহসী মা শামীমা বরকত লাকি।

 

সভায় ভয়াবহ নির্যাত‌নের কথা সাংবা‌দিক‌দের সাম‌নে তুলে ধ‌রে সা‌নিয়াত বলেন, তাঁর চোখ বেঁধে ঝু‌লি‌য়ে নির্যাতন ক‌রে ডি‌বি পু‌লিশ।  নির্যাত‌নে পা ও শরী‌রের বি‌ভিন্ন অংশ থেত‌লে দেয়া হয়। কিন্তু দে‌শের বি‌ভিন্ন সেক্ট‌রে স্বৈরাচা‌রের দোসররা এখনো বহাল থাকায় ক্ষোভ জানান তি‌নি।

এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষক আহ আলম, একাত্তর টি‌ভির সিই‌ও শফিক আহ‌মেদ, সি‌নিয়র সাংবা‌দিক লুৎফর রহমান ও যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, ভার্চুয়া‌লি বক্তব্য রা‌খেন যুবদল নেতা মাসুদ রানা প্রমূখ। প‌রে সাংবা‌দিক শ‌ফিক আহ‌মে‌দের জন্ম‌দিন উপল‌ক্ষে কেক কাটেন উপ‌স্থিত গণমাধ্যম কর্মিরা।

 

Print Friendly and PDF