চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিআরবিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৫, অস্ত্র ও মাদক উদ্ধার

প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৪ ৩:০০ : অপরাহ্ণ

 

চট্টগ্রামে সিআরবিতে যৌথবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র, মাদক, নগদ ১৫ লাখ টাকাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) ভোর ৬ টায় সিআরবি যৌথবাহিনী এই অভিযান শুরু করে।

 

 

মূলত মাদক সম্রাজ্ঞী ইদুকে ধরতে এই অভিযান চালানো হয় বলে জানায় যৌথবাহিনী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন এই নারী।

অভিযানে তাকে বাসায় পাওয়া না গেলেও তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ সময় ইদুর বোন হিরুনিকে আটক করছে যৌথবাহিনী। এই অভিযানে মোট ৫ জনকে আটক করে যৌথবাহিনী। অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

 

Print Friendly and PDF