চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোলাম রাসুল মার্কেট বণিক সমিতির ২০২৪-২০২৬ দ্বি- বার্ষিক নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত।

প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৪ ৩:৪১ : অপরাহ্ণ

এইচ এম সালাহ উদ্দিন কাদের,চট্টগ্রাম:গোলাম রাসুল মার্কেট বণিক সমিতির ২০২৪-২০২৬ দ্বি- বার্ষিক নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার রাতে প্যারামন সিটি হল রুমে, মোহাম্মদ আকবর ও মোঃ নুর হোসেন উজ্জ্বল পরিষদ কৃর্তক এর আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব শরিফ উল্লাহ , কলিমুল্লাহ, আবুল কাশেম, বেলায়েত হোসেন বেলাল, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, লোকমান, বাবু রিন্টু বড়ুয়া, আবু তাহের, শহিদুল ইসলাম,হাজি দেলেওয়ার হোসেন।

 

নির্বাচনে ছাতা মার্কা নিয়ে সভাপতি পদে নির্বাচন করেছেন মেসার্স গাজী ক্রোকারীজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ আকবর,সাধারণ সম্পাদক পদে বটগাছ মার্কায় মেসার্স সিরাজ ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ নুর হোসেন (উজ্জ্বল), সিনিয়র সহ- সভাপতি পদে রাইস কুকার প্রতিক নিয়ে মেসার্স হোসেন জরী হাউস এর সস্বত্বাধিকারী মোহাম্মদ হোসাইন, বই মার্কা প্রতিক নিয়ে সহ-সভাপতি পদে মেসার্স আলম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিম উদ্দীন, মাছ মার্কা প্রতিক নিয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মেসার্স ক্রোকারীজ ল্যান্ড এর স্বত্বাধিকারী এস. এম. ইউনুছ চৌধুরী,(আনোয়ার), দোয়াত কলম মার্কা প্রতিক নিয়ে সহ সাধারণ সম্পাদক পদে ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী মামুনুর রশিদ (সুমন), শাপলা ফুল মার্কায় সাংগঠনিক সম্পাদক পদে মেসার্স এস রহমান ষ্টেশনারীর স্বত্বাধিকারী জাগির হোসাইন, তালা চাবী মার্কায় অর্থ সম্পাদক পদে মেসার্স বেলাল এন্ড ব্রাদাস এর স্বত্বাধিকারী মোঃ বেলাল হোসেন, টেলিভিশন মার্কায় প্রচার সম্পাদক পদে জে এন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন (সোহেল)টুপি মার্কায় ধর্মীয় ও সমাজ,কল্যাণ সম্পাদক পদে আলিফ ক্যাপ হাউস এর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী, কুবুতর মার্কা প্রতিক নিয়ে দপ্তর সম্পাদক পদে বেলাল এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মো:দেলোয়ার হোসেন (বেলাল), ক্রীকেট ব্যাট মার্কা নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এইচ এন এস ট্রেড এর স্বত্বাধিকারী মোঃ শরিফুল ইসলাম শরিফ, সিংহ মার্কায় নির্বাহী সদস্য পদে এ মাবুদ ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ আনিছ উদ্দিন,জাহাজ মার্কায় নির্বাহী সদস্য পদে নাছির রেক্সিন হাউস এর স্বত্বাধিকারী মোঃ নাছির হোসেন এবং গ্লাস মার্কায় নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন ক্রোকারীজ হাউস এর স্বত্বাধিকারী মোহাম্মাদ শুক্কুর।

 

Print Friendly and PDF