চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৪ ১২:২০ : অপরাহ্ণ

 

লটারি নয়, পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

জানা যায়, সকালে ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করে কর্তৃপক্ষ।

 

 

এসময় তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। তবে শিক্ষার্থীরা এসবের তোয়াক্কা না করে গণভবনের সামনে সড়কে অবস্থান নেয়। এতে দু’পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়ে।

শিক্ষার্থীদের দাবি, করোনাকালীন লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু হলেও, তা এখনও চলমান এতে করে মেধার সঠিক মূল্যায়ন করা হয় না বলে দাবি তাদের।

তারা বলেন, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে মেধার মূল্যায়ন করতে হবে। এছাড়া দাবি আদায়ে মানববন্ধনসহ নানান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা।

 

Print Friendly and PDF