চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জাতীয় ঐক্যের ভিত্তিতে সংস্কার করতে হবে’

প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪ ৩:৫৩ : অপরাহ্ণ

 

নতুন কোনো কথা নয়, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বয়ান শুনতে চায় জনগণ, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে টেইক ব্যাক বাংলাদেশেরে নাগরিক ভাবনা ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এর গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

 

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন যারা সংস্কারের কথা বলছে তাদের জানার জন্য বললাম। সংস্কার করতে হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। জনগণের সম্পৃক্ত রেখে করতে হবে।

তিনি বলেন, অনির্বাচিত সরকার সব সংস্কার করতে পারবে না। যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। জনগণের বাইরে রেখে সংস্কারের যে নতুন বয়ান তুলছে তা বাস্তবায়ন হবে না।

 

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য ৩১ দফা বাস্তবায়ন করবে। জাতীয় সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে।

 

 

Print Friendly and PDF