চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৪ ১১:০১ : পূর্বাহ্ণ

 

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে সবগুলো ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২রা অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছিলো বিএফআইইউ। সেই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ।

 

সাকিব আল হাসান এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান এই ক্রিকেট আইকন। তিনি  সবচেয়ে বেশি সমালোচিত হন জুলাই-আগস্টে গণহত্যার সময় তখনকার সরকারের পক্ষ নেয়ায় এবং সে সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রমোদ ভ্রমণের ছবির কারণে।

দেশের পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসানের নামে একাধিক মামলা হয়েছে। তার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এবার তার ব্যাংক হিসাবও জব্দ হলো। ফলে সাকিবের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে গেল।

 

Print Friendly and PDF