চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে ডা. শাহাদাতের শপথ আজ

প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৪ ১০:০৮ : পূর্বাহ্ণ

 

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে ডা. শাহাদাত হোসেনের। রোববার (৩ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপখ নিচ্ছেন মহানগর বিএনপির সাবেক এই আহ্বায়ক।

সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ পড়াবেন।

শপথ নিতে এরই মধ্যে বিশাল বহর নিয়ে ঢাকায় অবস্থান করছেন ডা. শাহাদাত। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতা, মেয়র শাহাদাতের আত্মীয়সহ ১৬০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন। এছাড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা, মেয়রের আত্মীয়-স্বজনসহ ২৭ জন অতিথি যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী। তিনি বলেন, জানিয়েছে বলেন, ‘শপথগ্রহণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন চসিক মেয়র। এতে চট্টগ্রাম থেকে যাওয়া নেতাকর্মীরা অংশ নেবেন। ঢাকা থেকে ফেরার পর ৫ নভেম্বর তিনি মেয়রের দায়িত্ব নেবেন।’

গত ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র হিসেবে ঘোষণা দেয় চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়।

এরপর গত ৮ অক্টোবর রাতে ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র ঘোষণা দিয়েছে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশনের (ইসি) প্রশাসন শাখা।

 

সেখানে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের ১ অক্টোবরের আদেশে চসিক নির্বাচনে মেয়র পদে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়।

 

 

আরও লেখা হয়, এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩১ জানুয়ারির গেজেটে উল্লেখ করা নির্বাচনের ফলাফলের ১ নম্বর কলামের ১ নম্বর ক্রমিকের বিপরীতে ২ নম্বর কলামে ‘মো. রেজাউল করিম চৌধুরী’র পরিবর্তে ‘শাহাদাত হোসেন’ এবং ৩ নম্বর কলামে ‘বাংলাদেশ আওয়ামী লীগের’ পরিবর্তে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ দিয়ে প্রতিস্থাপন করা হলো।

 

Print Friendly and PDF