চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাফজয়ী নারী ফুটবল দলকে আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: ২ নভেম্বর, ২০২৪ ১১:১২ : পূর্বাহ্ণ

 

সাফজয়ী নারী ফুটবল দলকে আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেবেন ড. মোহাম্মদ ইউনূস। আসতে পারে আর্থিক পুরস্কারের ঘোষণাও।

গত বুধবার, কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে নারী দল। বৃহস্পতিবার ছাদখোলা বাসে তাদের বরণ করে নেয় দেশবাসী। ফেডারেশন ভবনে তাদের বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তুলে দেন এক কোটি টাকার ডামি চেক। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দলকে বরণ করে নেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। দেন ৩ কোটি টাকা পুরস্কার।

 

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ ২-১ গোলে জয়লাভ করে। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আমিশা। এ নিয়ে ৬ বার হৃদয় ভাঙল নেপালের। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।

 

Print Friendly and PDF