চট্টগ্রাম, শনিবার, ২ নভেম্বর ২০২৪ , ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৪ ২:১১ : অপরাহ্ণ

 

বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। ওই সময় সেখানে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন- শ্যামপুর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০), বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ (২৫), ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮) এবং হকার শফিকুল ইসলাম (৪৫)।

আহত সাংবাদিক রাজু আহমেদ জানিয়েছেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মঙ্গলবার ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই সময় কে বা কারা সাউন্ড গ্রেনেড ছুড়ে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

 

Print Friendly and PDF