চট্টগ্রাম, শনিবার, ২ নভেম্বর ২০২৪ , ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আউটসোর্সিং বন্ধের দাবিতে কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের শাহবাগ অবরোধ

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৪ ১২:০৩ : অপরাহ্ণ

 

আউটসোর্সিং বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে রেখেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারেরও বেশি মানুষ। এর ফলে যানচলাচল বন্ধ হয়ে গেছে ওই এলাকায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

পানি উন্নয়ন বোর্ড,বড়পুকুরিয়া কয়লা খনি,কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মচারীরা যোগ দেয় এই আন্দোলনে।

 

অবরবোধকারীরা জানান, বিশৃঙ্খলা নয়, জীবন বাঁচাতে তাদের এই কর্মসূচি। নতুন বাংলাদেশে ঠিকাদারের কাছ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

 

Print Friendly and PDF