চট্টগ্রাম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ মহাসপ্তমী

প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৪ ১০:২২ : পূর্বাহ্ণ

 

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। বৃহস্পতিবার  সপ্তমীর সকাল থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।
দিনের শুরুতে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, প্রাণপ্রতিষ্ঠা এবং ভক্তদের অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে চলে মহাসপ্তমীর পূজা। মন্ডপে মন্ডপে চলে দেবীর সপ্তমী পূজা। পুষ্পমাল্য, চন্দন, ধূপ দিয়ে বিহিত পূজা ও আরাধনা করেন ভক্তরা। ঢাক-ঢোল, কাঁশর-ঘন্টার আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে উঠে মন্ডপগুলো।

 

শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে মন্দিরে দেবী দর্শন করতে আসেন। পূজা  শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করেন ভক্তরা। এরপর দেবীর কাছে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় কামনা করা হয়। এই উৎসবের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি ও বন্ধন আরও জোরদার হবে বলে আশা করেন পুরোহিতরা। তাদের প্রার্থনায় ছিলো দেশ ও মানুষের মঙ্গল কামনা।

 

দিন ঢাকেশ্বরী মন্দিরে ভোর থেকে পূজার আয়োজনের ব্যস্ততা দেখা যায়। দেবীর আরাধনায় ভক্তরা ভিড় করেন সেখানে। পরিবর্তিত পরিস্থিতির কারণে দুর্গাপূজা ঘিরে এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার-ভিডিপির পাশাপাশি কোথাও কোথাও র‌্যাব-বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

 

সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের আছে সতর্ক পাহারা। অনেক ম-পে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরে কড়া তল্লাশির মধ্য দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা গেছে। পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
আগামীকাল শুক্রবার সকাল ৬টা ৫২ মিনিটের মধ্যে মহাষ্টমী পূজা এবং ৬টা ৫২ মিনিটে আরম্ভ, এর পরই কুমারীপূজা। আগামী রবিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

এবার সারা দেশে ৩১ হাজার ৪৬১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় ২৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

Print Friendly and PDF