চট্টগ্রাম, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ , ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ঘোষিত কমিটি বাতিল: এডহক কমিটি গঠন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৭ : পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ঘোষিত কমিটি বাতিল করে এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

 

এতে অধ্যাপক মুহাম্মদ শফিক কে সভাপতি এবং অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওই এডহক কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার।

 

আগামী ১১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই কমিটির মেয়াদ দেওয়া হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি একটি এডহক কমিটি অনুমোদন দেন। এই কমিটিতে আসা ব্যক্তিদের বিতর্কিত দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিবাদ করেন।
যার প্রেক্ষিতে সেই কমিটি বাতিল করে ভিসি’র নির্দেশে নতুন কমিটি ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়।

 

এদিকে ঘোষিত নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং এলাকাবাসীর পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা এম.সাইফুর রহমান, সায়েম চৌধুরী,মিজানুর রহমানসহ আরও অনেকে।

 

Print Friendly and PDF