চট্টগ্রাম, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ , ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহে ৭ দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ কার্যকর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৯ : পূর্বাহ্ণ

 

ছুটির দিনসহ সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ অর্থাৎ অর্ধেক ভাড়া কার্যকর হয়েছে আজ থেকে। ঘোষণা অনুযায়ী প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন।

 

এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর সপ্তাহে ৫ দিন (শুক্র-শনিবার ব্যতীত) শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল। সময় ছিল সকাল ৮টা থেকে রাত ৮টা।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কার্যদিবস থাকায় আলাদা করে খুব একটা প্রভাব টের না পেলেও শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

তবে সাপ্তাহিক ছুটির দিনে বাস্তাবায়নের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পরিবহন সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ পরিবহন মালিক সহযোগিতা না করলে পরিবহন শ্রমিকদের জন্য এই সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হবে।

 

Print Friendly and PDF