চট্টগ্রাম, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ , ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, বন্ধ ৫২ কারখানা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২:২০ : অপরাহ্ণ

 

আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকে।

এছাড়া গত কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজকে শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী বন্ধ রয়েছে ৪৩টি কারখানা এবং ৯টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। অর্থাৎ আজ সব মিলিয়ে ৫২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

 

 

এর বাইরে সকাল ৮টার মধ্যে ডিইপিজেডসহ শিল্পাঞ্চলের সব শিল্প কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে।

শিল্প পুলিশ বলছে, চলমান শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে আজ ৫২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া নরসিংহপুর এলাকার একটি কারখানার শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চালু থাকলেও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

Print Friendly and PDF