চট্টগ্রাম, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ , ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তিন পার্বত্য জেলায় অবরোধ চলছে

প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩০ : পূর্বাহ্ণ

 

তিন পার্বত্য জেলা  খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে চারজন নিহত ও অগ্নিসংযোগের প্রতিবাদে গত শুক্রবার ‘বিক্ষুব্ধ জম্মু ছাত্র-জনতার’ ব্যানারে ডাকা তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার আবরোধ কর্মসূচির আজ দ্বিতীয় দিন চলছে।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) এই তিন পার্বত্য এলাকা থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পরেছে এসব এলাকার সাধারণ মানুষ এবং পর্যটকরা। তবে শহরের ভেতর কিছু হালকা যানবাহন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

শুক্রবার এই তিন জেলায় সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র-জনতা। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

এদিকে, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল তিন উপদেষ্টা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পরিদর্শন করেন এবং প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়দের সাথে কথা বলেন।

 

Print Friendly and PDF