চট্টগ্রাম, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ , ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি কমায় স্বস্তিতে কক্সবাজারে পর্যটকরা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৬ : অপরাহ্ণ

 

বৃষ্টি কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে কক্সবাজারে হোটেল-মোটেলে আটকা পড়া পর্যটকদের মনে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে প্রায় হোটেল বন্দি ছিলো হাজারো পর্যটক। বৃষ্টি কমে শহরের জলাবদ্ধতা কমে যাওয়ায় এবার ঘুরতে বের হচ্ছেন পর্যটকরা। বর্ষায় সমুদ্র বিলাসী এসব পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে স্বেচ্ছাসেবকরা।

 

গত বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারে বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণে ডুবে যায় শহরের রাস্তাঘাট অলিগলি। সৃষ্টি হয় জলাবদ্ধতার। শনিবার বিকেল থেকে বৃষ্টিপাত কমে আসায় পানি নেমে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। হোটেল-মোটেলে আটকা পড়া পর্যটকরা বের হতে শুরু করেছেন।

অনেকেই সমুদ্রস্নানে গেছেন, ঘুরে বেরিয়েছেন সৈকতে, কেউ সাগরে নেমে জলখেলিতে মেতেছেন। কেউ মুঠোফোনে ছবি তুলে সময় কাটিয়েছেন।  আবার কেউ ঘোড়ার পিঠে বা বিচ বাইকে চড়ে এদিক-সেদিক ঘুরেছেন। এসব পর্যটকদের কাছে বর্ষায় সমুদ্র বিলাসের অনুভূতিই আলাদা।

 

সমুদ্রসৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা ও নির্দেশনা দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবক দল।

পর্যটক সংশ্লিষ্টরা বলছেন, বর্ষায় পর্যটক সমাগম কমই থাকে। বৃষ্টি কমলে পর্যটক সংখ্যা আরও বাড়বে।

 

Print Friendly and PDF