প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৯ : অপরাহ্ণ
লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে সাইবার ক্রাইম ও অ্যাওয়ারন্যাস প্রোগ্রামে লায়ন্স জেলা গভর্নর কোহিনূর কামাল এমজেএফ বলেন, প্রযুক্তির যত উন্নতি হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের ধরনও। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটছে ব্যক্তিগত ছবি বা তথ্য ছড়িয়ে দিয়ে হয়রানি বা হেয় করা। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সতর্কতামূলক আয়োজন অনন্য ও অনবদ্য। লায়ন্স ক্লাব অব চিটাগং এর এই দিকনির্দেশক আয়োজনের জন্য ক্লাব নেতৃত্বকে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি ক্যামব্রিয়ান এর পরিচালনায় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ শিশু একাডেমীতে সাইবার ক্রাইম ও অ্যাওয়ারন্যাস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ।
তরুণ ছাত্রসমাজ এবং সাধারণ মানুষের সচেতনতা আনয়ণের লক্ষ্যে এই ভিন্নধর্মী আয়োজন ক্লাব সভাপতি লায়ন রেবেকা নাসরীন এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ আইয়ুব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।সচেতনামূলক বক্তব্য পেশ করেন সাইবার বিশেষজ্ঞ মোঃ ওমর ফাহাদ চৌধুরী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন রাজিব সিনহা এমজেএফ, লায়ন জি. কে লালা এমজেএফ এবং লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন সিলভাষ্টার, লায়ন মোঃ ইসমাইল চৌধুরী, লায়ন গোপাল ভট্টাচার্য, লায়ন আবদুর রব শাহীন, লায়ন সোহেল খান, লায়ন বাসুদেব সিনহা, লায়ন অনুপম মজুমদার, লায়ন সারাহ তানভী এবং লায়ন মহাদেব ঘোষ।
সার্বিক কার্যক্রম পরিচালনায় ছিলেন লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লিও শাহাদাত হোসেন সাইফ ও লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি ক্যামব্রিয়ানের প্রেসিডেন্ট লিও নাজমুল হাসান। এতে অংশগ্রহণ করেন ক্লাবের প্রাক্তন সভাপতি লিও আবদুল্লাহ আলী আল হাসান, লিও রুপালি আক্তার, ক্লাব সহ-সভাপতি লিও মাহফুজুর রহমান, লিও রাজেশ লালা, লিও সিয়াম উল্লাহ্, ক্লাব সেক্রেটারি লিও এনামুল হক, অ্যাসোসিয়েট সেক্রেটারি লিও তাসলিমা আক্তার রামিসা, ক্লাব ট্রেজারার মেহরাজ আল মাহমুদ সাকিব, জয়েন্ট ট্রেজারার লিও তাসফিয়া তাসনিম, অ্যাসোসিয়েট ট্রেজারার লিও জাহেদ উদ্দিন রিপন, লিডারশীপ চেয়ারম্যান সরওয়ার আলম সিয়াম, মেম্বারশীপ চেয়ারম্যান লিও ওমন দাশ, মেম্বারশীপ সেক্রেটারি লিও ইনতিসার রহমান রাবি, কালচারাল চেয়ারম্যান লিও অন্যনা মজুমদার দিয়া, টেইল টুইস্টার লিও মাযহারুল ইসলাম, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও উম্মে হাবিবা, প্রেসিডেন্ট অ্যাডভাইজর লিও শুকরানা জান্নাত শবনম, লিও রানা চৌধুরী, লিও আয়েশা ঈশিকা, মেম্বার লিও জয় বড়ুয়া, লিও অর্ণব দাশ, লিও তারানা আহমেদ, লিও সানজিদা রহমান আলম, লিও ফাহিম রেজা, লিও বখতিয়ার, লিও সাইফুর রহমান, লিও তৌকিরুল, লিও মোশারফা পারভিন, লিও নাফিউল, লিও সুমাইয়া ইসরাত, লিও ফার্সা তামান্না প্রমুখ নেতৃবৃন্দ।