চট্টগ্রাম, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ , ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৯ : পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আহমেদ উল্লাহ (৩৮) নামে এক শ্রমিক মারা গেছেন। রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও সাতজন এখনও চিকিৎধীর রয়েছেন।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ১২ জন ভর্তি আছে। তাদের ১০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে আর সবার  কমবেশি শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Print Friendly and PDF