প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৫৬ : পূর্বাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের পাশাপাশি আমেরিকা বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদার করবে বলে জানিয়েছেন বাংলাদেশে আমেরিকার চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।
আজ সোমবার (দোসরা সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে একথা জানান তিনি। সকালে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, মার্কিন সরকার প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে খুশি এবং একসাথে কাজ করার জন্য উন্মুখ। যুক্তরাষ্ট্র স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও সাক্ষাতে জানান হেলেন।