চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের মাঝে ওটিডিএমসি ও কথাসুন্দর নাট্যদলের ত্রাণ বিতরণ

প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৪ ১২:২৯ : অপরাহ্ণ

 

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম দুই সাংস্কৃতিক প্রতিষ্ঠান ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম ও কথাসুন্দর নাট্যদল।

মূলত ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এর পরিচালনা পর্ষদ, অভিভাবক,শিক্ষার্থী,প্রাক্তণ শিক্ষার্থী,শিক্ষিকাদের সহযোগিতায় এই কর্মসূচী হাতে নেওয়া হয়।

২৮ আগস্ট সুয়াবিল,বারমাসিয়া উচ্চ বিদ্যালয়,চৌমুহনী,ফটিকছড়ি,চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেয় দুই সাংস্কৃতিক সংগঠনের ১২ সদস্যবিশিষ্ট দল।

 

Print Friendly and PDF