চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নদীভাঙনে দিশেহারা লালমনিরহাটের হারনচড়ার মানুষ

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৪ ১০:১৭ : পূর্বাহ্ণ

 

তিস্তা নদীর ভাঙনে দিশেহারা লালমনিরহাট সদর উপজেলার হারনচড়া এলাকার নদীপাড়ের মানুষ। নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, বসতভিটাসহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। এদিকে, পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয় হবে।

 

ভাঙ্গনের এমন চিত্র লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া  গ্রামের। তিস্তা নদীর ডানতীরে অবস্থিত এ গ্রামটির প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। গ্রামের দুই কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা।

 

নদীর ভাঙনে সব হারিয়ে ইতোমধ্যে অনেকের ঠাঁই নিয়েছেন রাস্তার উপর কিংবা অন্যের জমিতে। ভাঙন আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা। বাড়ীঘর রক্ষায় নিজ উদ্যোগে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চালালেও তা কোন কাজে আসছে না। ফলে আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন ওই গ্রামের বাসিন্দারা।

লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শূনিল কুমার রায় জানালেন, তিস্তার ভাঙন ঠেকাতে কাজ চলছে।ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

Print Friendly and PDF