চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৪ ১০:৩৩ : পূর্বাহ্ণ

 

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশ কিছু গ্রাম এখনও পানিবন্দি। চেঙ্গী নদীতে এখনও তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।

আজ শনিবার (২৪শে আগস্ট) সকাল পর্যন্ত খাগড়াছড়ি সদর, দীঘিনালা সদর, মহালছড়ি ও পানছড়ি সদরে বন্যা পরিস্থিতি উন্নতির খবর পাওয়া গেছে। কিন্তু পাহাড়ি ঢল অব্যাহত থাকায় রামগড়ের নিম্নাঞ্চল ও দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশ কিছু গ্রাম এখনও পানিবন্দি রয়েছে।

 

বন্যার্তদের পাশে খাগড়াছড়ি জেলা প্রশাসক, সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। শুকনো-রান্না করা খাবার, ওষুধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামি, পাহাড়ি ছাত্র পরিষদ ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।

 

Print Friendly and PDF