চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় বানের পানির স্রোতে তলিয়ে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৪ ২:৫২ : অপরাহ্ণ

 

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়ে ডুবে মো. হাবিব (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিল।

 

এ সময় সড়কের উপর দিয়ে যাওয়া বন্যার পানির স্রোতে ভেসে যায় তিন শিশু। দুই শিশু সাঁতরিয়ে বেঁচে গেলেও হাবিব স্রোতে তলিয়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

 

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Print Friendly and PDF