চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পানিবন্দি ফেনীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন ৩ লাখেরও বেশি মানুষ

প্রকাশ: ২২ আগস্ট, ২০২৪ ১১:৩৫ : পূর্বাহ্ণ

 

স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলা। ফেনীর তিন নদী – মুহুরী, কহুয়া ও সিলোনিয়ার বাঁধ বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়ায় প্রবল বেগে পানি ঢুকছে আর ডুবে যাচ্ছে একের পর এক জনপদ।

পানিবন্দি হয়ে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হবার পাশাপাশি জেলার সাড়ে তিন লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ এর অভাবে মোবাইল ফোন আর টেলিবিশন বন্ধ থাকায় অনেকে বিপদের সময়ে জরুরি বার্তাগুলোও পাচ্ছেন না এসব এলাকায়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যার পানিতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার (১৯ আগস্ট) রাত থেকেই জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সব এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু এলাকার বিদ্যুৎ-সংযোগ পুরোপুরি সংযোগ বন্ধ করা দেওয়া হয়। একই সঙ্গে ভারী বৃষ্টিতে ফেনী শহরে জলাবদ্ধতার কারণে দুপুর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

পানির তীব্র স্রোতের কারণে ঠিকভাবে উদ্ধার কাজও করতে পারছেন না। তারমধ্যে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও দুর্ভোগে পড়তে হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

Print Friendly and PDF