চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে: ফখরুল

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৪ ১:১৯ : অপরাহ্ণ

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ নির্বাচন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তবে জঞ্জাল দূর করতে কিছু সময় দিতে হবে সরকারকে। এরপর নির্বাচনের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

সদ্য দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন মহাসচিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত আশ্রয় দিয়েছে। এখন ভারতে বসে এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে।

এসময় তিনি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

 

এসময় মেজর হাফিজ উদ্দিন বলেন, আগামী দিনে বিএনপি দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। ১৬ বছর আগে বিএনপি সরকারবিরোধী আন্দোলন শুরু করেছিল, ছাত্ররা সেটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। বিএনপি ডক্টর ইউনূস ও সরকারকে সর্বোতভাবে সহায়তা করবে বলেও জানান তিনি।

 

Print Friendly and PDF