চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘ছাত্র-জনতার ওপর নির্মমতায় দায়ীদের কঠোর পরিণতি হবে’

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৪ ১২:১৯ : অপরাহ্ণ

 

তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার ওপর নির্মমতার জন্য দায়ীদের এমন পরিণতি ভোগ করতে হবে, যাতে কেউ সাধারণ মানুষের ওপর সহিংস আচরণের সাহস পাবে না।

সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত গোলাম নাফিজের বাবা-মায়ের সাথে দেখা করতে গিয়ে একথা বলেন তিনি।

গুলি লাগার পর রিকশার পা-দানিতে রেখে হাসপাতালে নেয়া নাফিজের হত্যার নির্মমতা তুলে ধরেন তথ্য ও আইসিটি উপদেষ্টা। তিনি বলেন, শহীদ নাফিজের আত্মত্যাগ ইতিহাসে লেখা থাকবে। এই হত্যার সাথে যারা জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।

 

Print Friendly and PDF