চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৪ ১১:২২ : পূর্বাহ্ণ

 

দেশে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার করা এখন অন্তর্বতীকালীন সরকারের কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।

 

 

সকালে এই সম্মেলন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভার্চুয়ালি দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের নেতৃতক্ষে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে তাদের গণতান্ত্রিক আকাঙ্খাকে রূপ দিতে রাজনৈতিক দল, সুশীল সমাজের নেতা এবং বিশেষজ্ঞদের সাথে সংলাপ করছে এই সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তবর্তী সরকার। বক্তব্যের শেষ পর্যায়ে, ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সফরের আহবানও জানান বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

 

 

Print Friendly and PDF